ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামাই বাড়িতে বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না শ্বশুরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
জামাই বাড়িতে বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না শ্বশুরের

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেল চাপায় শফিজদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের নিহতের ঘটনা ঘটেছে।  

বুধবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মো. শফিজদ্দিন (৭০) গত দুইদিন আগে একই উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামে জামাতা আকতার মল্লিকের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সন্ধ্যার পর কানখরদি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল শফিজদ্দিন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি (নড়াইল-হ-১১৯২৫২) সাতৈর ইউনিয়নের কেরশাইল গ্রামের রাজমিস্ত্রি মামুন শেখ বৃদ্ধকে চাপা দেয়।  

স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় শফিজদ্দিনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার সময় মোটরসাইকেলটি ফেলে রেখে মামুন শেখ পালিয়ে যায় বলে জানা যায়।

বোয়ালমারী থানার জয়নগর ফাঁড়ি ইনচার্জ সুব্রত কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় এক বৃদ্ধকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।