ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাড্ডায় তিন ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
বাড্ডায় তিন ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় দুই দোকানদারের কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৫) নামে এক দোকানদারের মৃত্যু হয়েছে।

একই ঘটনায় নিহত ব্যক্তির দুই ভাই বাবু (১৮) ও সাবু (১৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২০ এপ্রিল) ইফতারের কিছু সময় আগে উত্তর বাড্ডার সাঁতারকুল রোড এলাকার রহমতউল্লাহ গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল বরিশাল সদর এলাকার খালেদ হাওলাদারের ছেলে। তিনি উত্তর বাড্ডার ওই এলাকায় থাকতেন।

নিহত ব্যক্তির আরেক ভাই রাসেল জানান, উত্তর বাড্ডায় বরিশাল রাইস নামে তাদের একটি দোকান আছে। সেখানে গুঁড়া মসলাসহ অন্যান্য পণ্য বিক্রি করা হয়। পাশের দোকানদারের চোখে মসলা যাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি বাঁধে।

এক পর্যায়ে পাশের দোকানের মালিক ও তার তিন ছেলে মিলে আমাদের তিন ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তিন ভাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাইফুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহত অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উত্তর বাড্ডায় পাশাপাশি দুই দোকানের ময়লা ফেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে একজন মারা গেছেন ও দুই ভাই আহত হয়েছেন। ঘটনার পরপরই হাতেনাতে অপর দোকানদার ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মামলার পর তাদের গ্রেফতার দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল  ২০, ২০২২
এজেডএস/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।