ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

সেই রাইডার থেকে পড়ে আগেও আহত হয়েছেন অনেকেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ৪, ২০২২
সেই রাইডার থেকে পড়ে আগেও আহত হয়েছেন অনেকেই

ঢাকা: রাজধানীর শ্যামপুর ইকোপার্কের রোলার কোস্টার থেকে পড়ে শফিউল ইসলাম রাব্বি (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। অনেক পুরাতন এ রাইড থেকে ইতোপূর্বে অনেকেই পড়ে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

তবে পার্ক কর্তৃপক্ষের দাবি, এ ঘটনার জন্য রাইড দায়ী নয়, আমাদের কোনো রাউডই ত্রুটিপূর্ণ নয়। এদিকে পুলিশ বলছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তারা সেটি করতে পারেন।

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন শ্যামপুর ইকোপার্কের রোলার কোস্টার থেকে পড়ে রাব্বি মারা যায়। ঈদ আনন্দ উদযাপনে গিয়ে সন্তানকে হারিয়ে এখন তার পরিবারে শোকের মাতম।

বুধবার (৪ মে) রাব্বির মা রুমি বেগম বলেন, ঈদের নামাজ শেষে আমার ছেলে বাসায় এসে বলে আম্মা ঘুরতে যামু। ঘুরতে যাইয়া আমার ছেলে আর ফিরা আইলোনা।

কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পুরাতন একটি রাইডে রাব্বি উঠেছে বলে অভিযোগ করে তিনি বলেন, এখন মানুষজন বলাবলি করতেছে পার্কের রাইডগুলা নাকি ৩০ বছরের বেশি পুরানো। যদি এসব জানতাম তাইলে কী আর আমার ছেলেরে ওই পার্কে যাইতে দিতাম।

রাব্বির মৃত্যুতে পরিবার হত্যা মামলা দায়েরের চিন্তা করছে জানিয়ে রাব্বির চাচাতো বোন কাজল বলেন, পার্কের সব রাউডগুলো ছিল পুরানো। আমরা এখন বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখছি। পার্ক কর্তৃপক্ষ মিথ্যা অভিযোগ করে বলতেছে রাব্বি নাকি সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে। কিন্তু রাব্বির কাছে তো কোনো মোবাইলই ছিল না।

আমরা জানতে পেরেছি রাব্বি যে রাইডটিতে উঠেছিল সেটিতে কোনো সিটবেল্ট বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পার্ক কর্তৃপক্ষের দোষেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের চিন্তা-ভাবনা করছি।

বাব্বির চাচি বীনা বেগম বলেন, রাব্বির বাবা জয়নাল শেখের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সে সবার ছোট ছিল। রাব্বির বড় ভাই বিদেশ থাকে। পরিবারের ছোট সন্তান হওয়ায় সবাই তাকে অনেক আদর করতো। ঈদের আনন্দে ঘুরতে গিয়ে রাব্বির এ মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

ইকোপার্কটির প্রধান টেকনিশিয়ান আমজাদ হোসেন বলেন, পার্কের রাইডে কোনো সমস্যা নেই। রাইডগুলো সব ভালো রয়েছে। প্রতিদিন সকালে পার্ক খোলার আগে প্রতিটি রাইড পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে রাইডগুলো চালাতে অপারেটরদের দায়িত্ব দেওয়া হয়। গতকালের ঘটনার জন্য রাইড দায়ী নয়। আমাদের কোনো রাউডই ত্রুটিপূর্ণ নয়।

রাব্বির মৃত্যুর ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে কদমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ বিষয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা সব বিষয়কে সামনে রেখে তদন্ত করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তারা সেটি করতে পারেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্যামপুর এলাকায় ইকোপার্কে রোলার কোস্টার থেকে (বৈদ্যুতিক নগরদোলা) থেকে পড়ে রাব্বী নামে এক স্কুলছাত্র মারা যায়। রাব্বি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

জানা যায়, ঈদের আনন্দ করতে রাব্বিসহ একই এলাকার পাঁচজন মিলে শ্যামপুরের ইকোপার্কে ঘুরতে আসে। সেখানে রোলার কোস্টারে উঠে তারা। সেখান থেকে হঠাৎ নিচে পড়ে রাব্বি গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

** পার্কে রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ০৪, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।