ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিড়ি নিয়ে বিতণ্ডা, ধান কাটা কাচির কোপে হাত বিচ্ছিন্ন শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মে ১৩, ২০২২
বিড়ি নিয়ে বিতণ্ডা, ধান কাটা কাচির কোপে হাত বিচ্ছিন্ন শ্রমিকের

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে শ্রমিকের ধারালো কাচির কোপে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে সেলিম নামে অপর এক শ্রমিকের।  

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বর্ণি গ্রামের শফিকুল ইসলাম নামে এক কৃষক তার জমির ধান কাটতে বিভিন্ন অঞ্চলের নয়জন শ্রমিক নিয়োগ করেন। বৃহস্পতিবার সকালে তারা জমিতে ধান কাটতে যান। ধান কাটা অবস্থায় অন্য জমিতে কাজ করতে আসা বর্ণি গ্রামের মতিয়ার রহমানের ছেলে সেলিম নামে এক শ্রমিক শফিকুলের নিয়োগকৃত শ্রমিকদের কাছে বিড়ি চায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিক মাসুদ রানা ও আব্দুল লতিফ কাচি দিয়ে সেলিমের ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে।

খবরটি বর্ণি গ্রামে পৌঁছালে গ্রামের লোকজন শ্রমিকদের ঘেরাও করে মারধর শুরু করে। এ অবস্থা দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয় শ্রমিককে আটক করে। এ সময় জনরোশে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ছয় শ্রমিককে আটক করলেও বাকি তিন শ্রমিক পালিয়ে যায়।  

আটক শ্রমিকরা হলেন-সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার আব্দুল আজিজ মিয়ার ছেলে মাসুদ রানা (৩৭), একই জেলার বেলকুচি এলাকার মো. মজিদ সরকারের ছেলে আব্দুল লতিফ (৩০), টাঙ্গাইল সদর থানার ভবানিপুর গ্রামের মো. আছান মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম (৩০), সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকার মো. ময়নাল মিয়ার ছেলে মো. সাহাব উদ্দিন (২৭), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বেলকা নবাবগঞ্জ গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে নুরুজ্জামান (২৫) ও সিরাজগঞ্জ জেলার চৌহালী এলাকার আব্দুল আওয়াল মিয়ার ছেলে নূর আলম (২২)।
  
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, বিড়ি চাওয়া নিয়ে বাগবিতণ্ডায় বর্ণি গ্রামের সেলিম নামে এক শ্রমিকের ওপর বিভিন্ন অঞ্চল থেকে কাজ করতে আসা শ্রমিকরা হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছয় শ্রমিককে আটক করা হয় বাকি তিন শ্রমিক পালিয়ে যায়। এ ঘটনায় সেলিম নামে ওই শ্রমিকের ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ভিকটিমের বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মে ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।