ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ছাগলে ঘাস খাওয়ায় ছুরিকাঘাতে মালিককে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ৩১, ২০২২
ছাগলে ঘাস খাওয়ায় ছুরিকাঘাতে মালিককে খুন

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাতে আবু হানিফ (৪৫) নামে একজন অটোচালক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চাঁচাইতারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আবু হানিফ বগুড়া শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া এলাকার ওসমান গনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা খালপাড়ার মৃত কছিম উদ্দিনের ছেলে চাতাল ব্যবসায়ী আবুল কাসেম তার জমিতে নেপোলিয়ান খাস লাগিয়েছেন। মঙ্গলবার বিকেল ৬টার দিকে ওই জমিতে আবু হানিফের ছাগল ঘাস খেতে যায়। এ সময় জমির মালিকের স্ত্রী গিয়ে ছাগলটি ধরে খোয়াড়ে দেওয়ার উদ্যোগ নেন। বিষয়টি জানতে পেরে ছাগলের মালিক হানিফ তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে ছাগলটি ফেরত চান। এ সময় তাদের মধ্যে কথাকাটি হয়। খবর পেয়ে জমির মালিক আবুল কাসেমের দুই ছেলে মজনু মিয়া (৩০) ও আব্দুল মজিদ (২৫) গিয়ে আবু হানিফকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় আবু হানিফকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শজিমেক হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পরপরই আসামিরা পালিয়েছেন। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মে ৩১, ২০২২
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।