ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মুহিত ও গাফফার চৌধুরীর নামে সংসদে শোক প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ৫, ২০২২
মুহিত ও গাফফার চৌধুরীর নামে সংসদে শোক প্রস্তাব

ঢাকা: প্রয়াত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নামে জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

রোববার (৫ জুন) জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব আনেন।

পরে মরহুমদের প্রতি সম্মান জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শোক প্রস্তাবে বলা হয়, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, ইউনেস্কো পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

শোক প্রস্তাবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে স্মরণ করে বলা হয়, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে দেশ একজন কৃতিমান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং সমাজসেবককে হারালো। এ সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জাহেদ আল-নাহিয়ানের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।