ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

আব্দুল জলিলের স্বপ্ন পূরণ করলেন ছেলে নিজাম উদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুন ১৯, ২০২২
আব্দুল জলিলের স্বপ্ন পূরণ করলেন ছেলে নিজাম উদ্দিন

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের গুমারদহ ব্রিজ থেকে মফিজের ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে কোনো সড়ক ছিল না। ফলে তিন গ্রামের হাজারো মানুষের চলার একমাত্র ভরসা ছিল নৌকা আর হাঁটা।

২০১২ সালে তৎকালীন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা মরহুম আব্দুল জলিল সড়কটি নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর ২০১৩ সালে তার মৃত্যুর পড়ে সড়কটি আর নির্মাণ করা হয়নি। এরপর বাবার স্বপ্ন পূরণে সড়কটি নির্মাণ করলেন জননেতা মরহুম আব্দুল জলিলের ছেলে বর্তমান নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

রোববার (১৯ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। প্রায় ২৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচির আওতায় সড়কটি নির্মাণ করা হয়। সড়কটি নির্মাণ হওয়ায় খুশিতে আত্মহারা এলাকার মানুষ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুন ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।