ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিছানায় স্বামীর রক্তাক্ত মরদেহ, পাশে থেকেও অক্ষত স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
বিছানায় স্বামীর রক্তাক্ত মরদেহ, পাশে থেকেও অক্ষত স্ত্রী প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: ঈদের ছুটিতে গতকাল (শনিবার) বাড়ি এসেছেন আবু সায়েম (৩৬) নামে ব্যাংকের এক নিরাপত্তা প্রহরী। রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে স্বাভাবিকভাবে ঘুমোতে যান।

কিন্তু সকালে বিছানায় মিলল তার রক্তাক্ত মরদেহ। তবে পাশে থেকেও অক্ষত রয়েছেন তার স্ত্রী এবং সন্তান।  

শনিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যাণী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

পেটে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। নিহত আবু সায়েম কল্যাণী গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি সিলেটে পূবালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সিলেটে পূবালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন সায়েম। তিন/চার মাস পর পর ছুটি নিয়ে বাড়ি আসতেন। ঈদের ছুটিতে শুক্রবার (৮ জুলাই) বাড়ি ফিরেছেন তিনি। রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে স্বাভাবিকভাবে ঘুমোতে যান। শনিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে তার স্ত্রী ঘরের দরজা খুলেই কান্নাকাটি শুরু করে। স্বজনেরা ঘরে গিয়ে বিছানায় সায়েমের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই ঘরে থেকেও তার স্ত্রী ও শিশু সন্তান অক্ষত থাকায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করা হয়েছে।  

তিনি বলেন, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।