ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে বাসের ধাক্কায় আহত কনস্টেবলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
বড়াইগ্রামে বাসের ধাক্কায় আহত কনস্টেবলের মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় আহত মো. ফিরোজ কবির (৩৬) নামে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন।

শুক্রবার (০৫ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজ কবির সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কল্যাণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি বনপাড়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান  বাংলানিউজকে জানান, দুপুর সোয়া ১টার দিকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় উপজেলার বনপাড়া-লালপুর সড়কের হারুয়া সরকার পাড়ায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন ফিরোজ।  
এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়া বেসরকারি আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।