ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা বাংলাদেশের জাতীয় ইস্যু নয়: কোরিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
রোহিঙ্গা বাংলাদেশের জাতীয় ইস্যু নয়: কোরিয়ার রাষ্ট্রদূত ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন বলেছেন, রোহিঙ্গা বাংলাদেশের জাতীয় ইস্যু নয়। এটা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) ‘ডিকাব টক’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এক প্রশ্নের উত্তরে বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে রাখাইনে ফেরার ব্যবস্থা করতে হবে। আর এটা সম্ভব। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আমরা কাজ করছি। কোরিয়া ইতোমধ্যেই রোহিঙ্গাদের জন্য ৪-৫ মিলিয়ন ডলার আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সহায়তা করেছে। ভাসানচরেও আমাদের সহায়তা রয়েছে। রোহিঙ্গাদের জন্য আনা জাতিসংঘের রেজুলেশনও সমর্থন করেছি আমরা।

কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য বেড়েছে। দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এখন ২.৩ বিলিয়ন ডলার। বাংলাদেশে কোরিয়ার রফতানি ৮০ শতাংশ আর কোরিয়ায় বাংলাদেশের রফতানি বেড়েছে ৪০ শতাংশ।

রাষ্ট্রদূত বলেন, আগামী বছর বাংলাদেশ ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ উপলক্ষ্যে আমাদের অনেক পরিকল্পনাও রয়েছে। সেসব বাস্তবায়নে আপনাদেরও সহযোগিতা চাই।

রাষ্ট্রদূত বলেন, দু’বছর হলো আমি বাংলাদেশে এসেছি। এখানের অনেক বাংলাদেশি কোরিয়া সম্পর্কে জানতে আগ্রহী। আমিও কোরিয়া সম্পর্কে জানাতে চেষ্টা করেছি। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা নিতেও আমি সব সময় চেষ্টা করেছি। আগামী দিনেও এটা অব্যাহত রাখবো।

কোরিয়ার ব্যান্ড দল বিটিএস বাংলাদেশে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এ খবরটি লোকাল মিডিয়ায় দেখেছি। আমি এতে সারপ্রাইজ। তবে এ বিষয়ে বিস্তারিত আমার জানা নেই।

তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন প্রোগ্রামে কোরিয়ান মিউজিক গ্রুপকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আগামীতে আমাদের জাতীয় দিবসেও মিউজিক গ্রুপকে আমন্ত্রণ জানাবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।