ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

দেশের সার্বভৌমত্বকে আঘাত করে পোস্ট, গ্রেফতার ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
দেশের সার্বভৌমত্বকে আঘাত করে পোস্ট, গ্রেফতার ১ 

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সার্বভৌমত্বকে আঘাত করে মন্তব্যের অভিযোগে তাওহীদ ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ১টি সিম উদ্ধার করা হয়।

সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের সহকারী কমিশনার (এসি) অমিত কুমার দাশ জানান, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় ফেইসবুকে একটি আইডি শনাক্ত করা হয়। যে আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও দেশের বিভিন্ন সংবেদনশীল ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য করা পোস্ট পাওয়া যায়।

তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফেইসবুক আইডিটি শনাক্ত করে তাওহীদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করা হয়।

রমনা মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
পিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।