ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গৌরীপুরে ছাত্রদলের মিছিল থেকে গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
গৌরীপুরে ছাত্রদলের মিছিল থেকে গ্রেপ্তার ২

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বের করা ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

  

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া এবং সদস‍্য সচিব তানভীর আহমেদ।  

গৌরীপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বাংলানিউজকে খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা গাড়ি ভাঙচুর মামলার আসামি। সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতের মাধ‍্যমে কারাগারে পাঠানো হবে।

তবে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রায়হান শরীফ হলুদ।  

তিনি জানান, আবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়ে পাঁচজনকে আহত করেছে। আহতরা হলেন ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম হৃদয়, তৈমুর, তোফাজ্জল হোসেন শাকিল, আলাদিন মোল্লা ও রিফাত আলম। এসময় মিছিল থেকে দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।