ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ভারত

বাংলাদেশ সরকার যুদ্ধ লাগানোর চেষ্টা করছে: পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
বাংলাদেশ সরকার যুদ্ধ লাগানোর চেষ্টা করছে: পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী

কলকাতা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।  

শনিবার (১১ জানুয়ারি) কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে অনুষ্ঠিত একটি স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা তথা কৃষিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী ইউনূস সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে। খবর পড়ে আমি যতদূর জেনেছি, ওই সরকার খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। তাদের ওপর থেকে দেশের মানুষ আস্থা হারাচ্ছে। দৃষ্টি সেদিক থেকে ঘোরানোর জন্য তারা উগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমাদের সীমানায় আমরা কাঁটাতারের বেড়া দিলে তাদের কি সমস্যা? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না। বাংলাদেশের ঘটনায় ভিন্ন দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয়। এ ঘটনায় ভারত সরকারকে আরো পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত।

কেন্দ্রীয় সরকারের নীরবতার কারণে সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের মানুষের মনোবলে আঘাত ফেলছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে বিভিন্ন সীমান্তে ভারতের বেড়া নির্মাণের চেষ্টা এবং এ নিয়ে উত্তেজনা সৃষ্টির কারণে ভারতের হাইকমিশনারকে রোববার তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
ভিএস/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।