ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
নওগাঁয় অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁয় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় সাথী রাণী (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুরের দিকে জেলা সদর উপজেলার কাশিমপুর সানাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাথী একই উপজেলার কাশিমপুর ঋষিপাড়া গ্রামের বলরাম চন্দ্রের মেয়ে। সে কুজাইল ইন্টারন্যাশনাল নিডস স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার জানায়, স্কুল শেষে কুজাইল থেকে টমটমে করে বাড়ি ফেরছিল সাথী। পথে কাশিমপুর সানাপাড়া মোড়ে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা সাথীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন 

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।