চট্টগ্রাম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৬০০ জন গরীব ও অসহায় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইফতার।
রোববার (২৬ মার্চ) বিকেলে হালিশহর ক্যান্টম্যান্ট পাবলিক স্কুল অ্যন্ড কলেজ মাঠে বিজিবি চট্টগ্রামের দক্ষিণ-পূর্ব রিজিয়নের পক্ষ থেকে এ ইফতার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ-পূর্ব রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল এস এম এহসান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, রোজা সংযমের মাস। এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের অধীনস্থ বাকি সেক্টর এবং ইউনিট গুলিও মাসব্যাপী এ কার্যক্রম রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও গুইমারায় একযোগে পরিচালনা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ২৬ মার্চ, ২০২৩
বিই/পিডি/টিসি