চট্টগ্রাম: মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের দেশপ্রেমী মুক্তিযোদ্ধারা যে লক্ষ্যে দেশ স্বাধীন করেছে, আজ স্বাধীনতার ৫২ বছর অতিক্রান্ত হলেও অর্জন শূন্যের কোটায়। দুর্নীতি ও দুঃশাসনের মধ্য দিয়ে এ আওয়ামী লীগ সরকার ১৪ বছর অতিবাহিত করেছে।
রোববার (২৬ মার্চ) বিপ্লব উদ্যানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, মহান স্বাধীনতা দিবসের ৫২ বছর অতিবাহিত হলেও বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, ভোটার অধিকার নেই, সর্বোপরি মানবাধিকার বলতে কিছুই নেই।
সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচির আবুল হাশেম বক্কর।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, সদস্য মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, শ্রমিক দলের শেখ নূরউল্লাহ বাহার, যুবদলের কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান স্বপথ, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, তাঁতীদলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, সদস্য সচিব মনিরুজ্জমান মুরাদ ও মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল হক প্রমুখ
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এমআই/পিডি/টিসি