ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিচ্ছে বসুন্ধরা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিচ্ছে বসুন্ধরা

ঢাকা: কমলাপুর স্টেডিয়ামে বিজয়ের মাসে দারুণ এক জয় উপহার দিয়েছেন মারিয়া মান্ডারা। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছেন তারা।

 

ফুটবলের দুর্দিনে মেয়েদের হাত ধরেই এল সফলতা। ছেলেদের ফুটবলে চারদিকেই ছিল হতাশা। একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ হচ্ছিলেন জামাল ভূঁইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জয় দূরে থাক, ফাইনালটাই খেলতে পারছেন না দীর্ঘদিন ধরে। এরই মধ্যে এলো মেয়েদের সফলতা। পুরো জাতি এ নিয়ে উৎসব করেছে। হাজার হাজার দর্শক স্টেডিয়ামের গ্যালারিতে এসে মারিয়াদের জয় উদযাপন করেছেন। প্রসংশার বন্যায় ভাসছেন মেয়েরা। এবার দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিতে যাচ্ছে।  

আগামীকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মহাআড়ম্বরে চ্যাম্পিয়নদের বরণ করা হবে। ছেলেদের ফুটবলে ব্যর্থতার মিছিলে মেয়েরা আশার আলো জ্বালিয়ে দিয়েছেন। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে তারা শ্রীলঙ্কার জালে দিয়েছেন ১২ গোল। ৬ গোল দিয়েছেন ভুটানের জালে। ভারতকে গ্রুপ পর্বের পাশাপাশি হারিয়েছেন ফাইনালে। দুই ম্যাচেই ব্যবধান ছিল ১-০। বিজয়ের মাসে দারুণ এ জয় পুরো জাতিকেই উপহার দিয়েছে দারুণ এক গৌরব। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন শাহেদা আক্তার রিপা।  

নারী ফুটবলে সাফল্য নতুন নয়। এর আগে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আট শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে বাংলাদেশ নারী ফুটবলারদের।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।